English
  • 2
  • এসএফসি (নেভি) মহোদয়ের যোগদান পত্রে স্বাক্ষর
  • এস এফ সি (নেভি) মহোদয়কে শুভেচ্ছা
  • এসএফসি নেভি  এবং সহকারী নৌ প্রধান
  • সিএজি, সিজিডিএফ, এসএফসি আর্মি মহোদয় এসএফসি নেভি অফিস পরিদর্শন
  • জেএফসি মহোদয়ের বিদায় উপলক্ষ্যে
  • Honorable SFC Navy & ACNS (LOG)
  • এসএফসি নেভি ও DPP&A স্যার
  • এসএফসি নেভি অফিসে শুভেচ্ছা বিনিময়
  • Office of the SFC (Navy) Congratulated Mr. Shish Haider Chowdhury on being appointed as a Secretary to the ICT Division.
  • Honorable SFC Navy
  • At Present Honorable SFC Navy
  • এসএফসি (নেভি) অফিসে এএজি গণের আগমন
  • শোক সভা
সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (নেভি) এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)

আর্থিক ও উপযোজন হিসাব

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের অধীন সকল অফিসসমূহের হিসাব প্রতিমাসের ০৫ (পাঁচ) তারিখের মধ্যে সিজিডিএফ কার্যালয়ের প্রেরণ করা হয়। সিজিডিএফ কার্যালয়ের সিএমসি শাখা সকল এসএফসি, এফসি, এরিয়া এফসি অফিসসমূহের হিসাব সংকলনপূর্বক হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ে প্রেরণ করে। আইবাস (++) সিস্টেমে হিসাবায়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবেসম্পন্ন হয়। কোন ভুলভ্রান্তি থাকলে জার্নাল এন্ট্রির মাধ্যমে সংশোধন করা যায়। উল্লেখ্য যে, হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় এবং কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের মধ্যে হিসাবায়ন প্রক্রিয়া বিনিময় হিসাব (Exchange Accounts)এর মাধ্যমে প্রতিমাসে সমন্বয় করা হয়। বাংলাদেশ রেলওয়ে বিভাগের সাথে সিজিডিএফ অফিসের কোন লেনদেন (Transaction)সম্পন্ন হলে তা সেটেলমেন্ট হিসাবের মাধ্যমে সমন্বয় করা হয়।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ২৭-০৯-১৯৮২ খ্রি. তারিখের অফিস স্মারক নং-এমএফ (ইসি-১) (ডিপি-১)/৮২/৪৫০/১(২৫) এবং অর্গানাইজেশনাল সেটআপ সংক্রান্ত মার্শাল-ল কমিটির রিপোর্ট (ডিসেম্বর/১৯৮২) এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আর্থিক ব্যবস্থাপনায় গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পূর্বের মিলিটারী একাউন্টস ডিপার্টমেন্ট (MAD)এর স্থলে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (DFD)প্রতিষ্ঠিত হয়। একই আদেশের প্রেক্ষিতে প্রতিরক্ষা অর্থ বিভাগকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রধানের পদবী ‘কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ)’ যিনি জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী একজন গ্রেড-১ (সচিব পদমর্যাদা) এর কর্মকর্তা। সিজিডিএফ কার্যালয়ের অধীন অফিসসমূহ নিম্নরুপঃ

 

          ক্রমিক                    অফিসের নাম

          ০১                এসএফসি (আর্মি/ডিপি/নেভী/এয়ার/ওয়ার্কস), ঢাকা।        

          ০২                এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (বিওএফ), গাজীপুর সেনানিবাস।

          ০৩               এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স আর্মি (সিভিল), ঢাকা সেনানিবাস।

          ০৪                এফসি (আর্মি) পে-১/পে-২/লগ এরিয়া, ঢাকা সেনানিবাস।  

          ০৫                এরিয়া এফসি (আর্মি) সাভার/চট্টগ্রাম/কুমিল্লা/যশোর/বগুড়া/রংপুর/ঘাটাইল/সিলেট   

          ০৬               এরিয়া এফসি (নেভী) চট্টগ্রাম/খুলনা।

          ০৭                সিনিয়র ফিল্ড পে-অফিস ইবিআরসি/চট্টগ্রাম এবং বিআইআরসি/রাজশাহী।

          ০৮               ফিল্ড পে-অফিস (মোট ১০ টি)

 

করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। ভিজিট করুন ekdesh.ekpay.gov.bd অথবা “Ek Desh” অ্যাপ ডাউনলোড করুন। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে। করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। ভিজিট করুন corona.gov.bd

ভিডিও ও ম্যাপ